শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে সাইফ আলী খান-অমৃতার ছোট ছেলে ইব্রাহিম আলি খানের বন্ধুত্ব দীর্ঘ দিনের।তবে ইদানিং সেই বন্ধুত্বে একটু খুনসুঁটিরও আভাস মিলছে।
একসঙ্গে সুইমিং পুলে নেমে সময় কাটানো হোক বা ডান্সফ্লোরের সেলফি। খুশি আর ইব্রাহিমের বন্ধুত্বের রসায়ন বরাবরই বেশ জমকালো। এবার তাতে অল্পস্বল্প খুনসুঁটিও ধরা পড়ছে।
ইনস্টায় নিজের আর বন্ধুর একই রকম পোশাকে ছবি শেয়ার করেছিলেন খুশি। তাতে কিছুটা আগ বাড়িয়েই মন্তব্য করেছেন ইব্রাহিম। খুশি ও তার বন্ধুকে ‘জোড়া সমস্যা’ বলে মন্তব্য করেছেন তিনি। খুশিও সেই মন্তব্যের জবাব দিয়েছেন দুষ্টুমির ইমোজি দিয়ে।
ছোট্ট কথোপকথনেই স্পষ্ট ইঙ্গিত ইব্রাহিম-খুশির খুনসুঁটির। এবং এই খুনসুঁটি যে বন্ধুত্বে আরও ঘনিষ্ঠতার ইঙ্গিত নয়, তা-ই বা কে বলতে পারে।