কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি –
তৃতীয় ধাপের ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মেয়র পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সহ ৪ জন মেয়র প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বুধবার বিকালে ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চলের নের্তৃত্বে আ.লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে একটি শোডাউন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে উপস্থিত হয় আ.লীগের দলীয় মনোনীত প্রার্থী শাহাজান আলী।
পরে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদ মুরাদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এর নিকট মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমূখ।
বৃহস্পতিবার বিএনপি মনোনীত প্রার্থী এস.কে.এম সালাহ্উদ্দীন বুলবুল সিডল দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে পৌর আ.লীগের যুগ্ন-আহ্বায়ক শহীদুজ্জামান সেলিম মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এবং সতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জাহিদ শত শত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে ১২ জন মনোনয়ন ফরম জমা দেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। ৩ জানুয়ারী যাচাই-বাছাই, ১০ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ৩০ জানুয়ারী কোটচাঁদপুর পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৬ views