শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আনুমানিক ছয় কোটি টাকার সরকার কর্তৃক বাজেয়াপ্ত চাল আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৬ এর একটি টিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রণ (মোংলা) এর সহায়তায় রূপসা এলাকার একটি রাইস মিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে জানা যায়, রাইস মিলে নিম্নমানের চাল হওয়ায় সরকার কর্তৃক বাজেয়াপ্ত এক হাজার পাঁচ শত’ ষোল মেট্রিক টন চাল গোডাউনজাত করার নির্দেশ দেয়া হয়। খাদ্য অধিদপ্তর এই চালের মান যাচাইয়ের নির্দেশ প্রদান করে, যার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। পরবর্তীতে পূনরায় পরীক্ষা ব্যতিত আনুমানিক ১৫ ট্রাক বাজেয়াপ্ত চাল রাইস মিল থেকে বের করা হয়। যা বাজারজাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পরিস্থিতি পর্যলোচনা করে জেলা প্রশাসন রাইস মিল সিলগালা করে দেয় এবং একটি তদন্ত কমিটি গঠন করে। যে কমিটি আগামী ১২ জুলাই প্রতিবেদন দিবে বলে জানা গেছে।
বুধবার র্যাব-৬ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বজলুর রশীদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।