ইমরান শেখ গোপালগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ “১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটি বাঙালি জাতির জীবনে একটি বেদনার দিন”আজ ১৪ই ডিসেম্বর ২০২১ইং মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, গোপালগঞ্জ জেলায় কাশিয়ানী উপজেলা প্রশাসনের উদ্যোগে কাশিয়ানী উপজেলা অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহি অফিসার রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে কাশিয়ানী উপজেলা অডিটোরিয়াম ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুক্তার হোসেন মিয়া, সহ-সভাপতি শামসুন নাহার মিনা জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সিদ্দিক উজ্জামান রব্বানী, উপজেলা মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ অপু, সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান ও ত্রাণ কর্মকর্তা মোঃ মিরান হোসেন সহ স্থানীয় সংবাদিক বৃন্দ, প্রমূখ।
৮ views