ইমরান শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় জালাল মোল্লা (৮৯) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩/০৪/২০২২) বেলা আনুমানিক ৩টা ৪৫মি.টের দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোঃ ফিরোজ আলম সড়ক দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জালাল মোল্লা (৮৯)কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের মৃত. মহিরউদ্দিন মোল্লার ছেলে।
ঘটনা সুত্রে জানায়, জালাল মোল্লা (৮৯)পোনা বাস স্ট্যান্ডের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। পরবর্তীতে রাস্তা পার হতে গেলে, এমন সময় বাংলাদেশ রেলপথ নির্মাণ কাজে নিয়জিত থাকা একটি উগ্র ড্রাম-ট্রাক তাকে ধাক্কা দিয়ে পিষে দিয়ে চলে যায়।
ড্রাম-ট্রাক’টি কালনা-ভাটিয়াপাড়া থেকে বালু ভর্তি করে গেঁড়াখোলার দিকে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, অসাবধানতা ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্যই এই র্দুঘটনাটি ঘটেছে। বর্তমানে আমরা রাস্তায় বেরহলেই আতংকে থাকি। এই সকল ড্রম-ট্রাক গুলি অতিরিক্ত গতিতে চালায়। অধিকাংশ ড্রাইভারই অপ্রাপ্ত বয়স্ক। যাদের বয়স ১৮ বছরের নিচে, নেই কোনো লাইসেন্স।
অতিরিক্ত গতিতে বালু ভর্তি ড্রম-ট্রাক চালানোর কারেন রাস্তার চারপাশে উড়তে থাকে বালু।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে পুলিশ কাছে মরদেহটি হস্তান্তর করেন।
৩১ views