শেখ ইমরান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গত ২৩জুলাই (শনিবার) বিকাল ৪টায় গোপালগঞ্জ প্রেসক্লাব কার্যালয় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জিইউজের সদস্য বুলবুল ইসলাম (ভুলু) বাংলাদেশ সমাচার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি মিল্টন হোসেন খান, দীপ্ত টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হোসাইন ইমাম সবুজ, অর্জুন বিশ্বাস,
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক নেতা ওমর ফারুক, (বিএফইউজে) এর সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বি এফ ইউ জের সাবেক সভাপতি মুনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সহ অনন্য কেন্দ্রিয় ও বিক্রমপুর/ মুন্সীগঞ্জ সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সাংবাদিক ও সাংবাদিকতার মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অর্থনৈতিক স্বচ্ছলতা, আত্মনির্ভরশীলতা,অধিকার অর্জনে লক্ষ্য কিভাবে পৌছানো যায় এ বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকের প্রতি অত্যাচার নির্যাতন বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করবেন বলে নেতারা প্রতিস্রুতি দেন।এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নেতা সহ গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।