1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

গোপালপুরে ৭ইউনিয়নে নৌকার দাবিদার প্রায় অর্ধশত প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, অথচ আগেই থেকেই আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা বিভিন্ন ইউনিয়নের মাঠ, ঘাট দাপিয়ে বেড়াচ্ছেন, গণসংযোগসহ প্রচারণা শুরু করেছেন। নৌকা পেতে দলীয় হাইকমান্ডে জোর তদবির শুরু করেছেন তাঁরা। ডিসেম্বর মাসে এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই আভাস মিলেছে। অত্র উপজেলায় আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তোড়জোড় চালাচ্ছেন প্রায় অর্ধ শতাধিক সম্ভাব্য প্রার্থী। এসব প্রার্থীদের অধিকাংশের ধারণা, দলীয় মনোনয়ন পেলেই জয় নিশ্চিত। প্রার্থীদের এমন মনোভাবের কারণে কয়েকটি ইউনিয়ন হাতছাড়া হওয়ার আশঙ্কাও রয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ নিয়ে উপজেলার অন্তত চারটি ইউপিতে দায়িত্বশীলদের বেশ বেগ পেতে হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসব ইউপিতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নৌকা প্রতীক না পেলে বেশ কয়েকজন বিদ্রোহী হয়ে নির্বাচন করার সম্ভবনাও আছে, সম্ভাব্য বিদ্রোহীদের সামলানো কঠিন হয়ে পড়বে বলে তৃণমূল নেতা–কর্মীরা জানিয়েছেন। যদিও সম্ভাব্য বিদ্রোহীদের সামলাতে ইতিমধ্যই দফায় দফায় বৈঠক করছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, দলের শক্ত অবস্থান কিংবা দুর্গ খ্যাত কয়েকটি ইউপিতে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। পরীক্ষিতরা ছাড়াও অপেক্ষাকৃত তরুণেরা তদবির করে মনোনয়ন বাগিয়ে নিতেই বেশি মনোযোগী। আর এ কারণে মাঠে শক্ত অবস্থান না থাকলেও তাঁরা কেন্দ্র ও হাইকমান্ডের সুনজরে পড়তে নানা কৌশল অব্যাহত রেখেছেন। ভোটের মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে গত কয়েক বছর ধরে প্রাণপণচেষ্টা চালাচ্ছেন এখানকার অর্ধশত নেতা–কর্মী। তাঁরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করছেন।

মির্জাপুর ইউপিতে নৌকার মনোনয়ন চান বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু মাস্টার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান জুয়েল।

আলমনগর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, রকিব উদ্দিন আতিক, মফিজুর রহমান লুৎফর ও আনোয়ার হোসেন কন্টু মাস্টার নৌকা প্রতীক পেতে চান।

ধোপাকান্দি ইউপিতে নৌকা নিয়ে লড়ার ইচ্ছা পোষণ করেছেন বর্তমান চেয়ারম্যান (বিদ্রোহী) আব্দুল হাই। উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, মো. সিরাজুল ইসলাম ও মো. আব্দুর রহিম নৌকা পাওয়ার ব্যাপারে আশাবাদী।

নগদা শিমলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান এম হোসেন আলী, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙুর,  গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মারুক হাসান জামি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহ আলম মাস্টার, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শুকুর মাহমুদ ও মো. সোহেল রানা মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হতে আগ্রহী ।

হাদিরা ইউপিতে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের তালুকদার অসুস্থ থাকায় তিনি প্রচারণায় না নামলেও গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আজাদ তালুকদার, নিহত নিক্সন তালুকদারের স্ত্রী বিলকিছ জাহান, গোপালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক হুমায়ুন কবির, মো. আলমগীর হোসেন নৌকা পেতে জোর চেষ্টা চালাচ্ছেন।

ঝাওয়াইল ইউপিতে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার আবরো লড়তে চান নৌকা নিয়ে। এই ইউপিতে মো. মিজানুর রহমান তালুকদার, মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, মো. একামত আলী সরকার, মিজানুর রহমান মজনু, মো. শফিকুল ইসলাম, মো. খাইরুল ইসলাম, মুহাম্মদ কামরুজ্জামান, মাহমুদুল হাসান তালুকদার নৌকা চান।

হেমনগর ইউপিতে বর্তমান চেয়ারম্যান (বিদ্রোহী) উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রওশন খান আইয়ুব নৌকা পাওয়ার ব্যাপারে আশাবাদী। এখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য জোর তদবির চালাচ্ছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান তালুকদার হিরা, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, মাসুদ খান নাসির, মো. ছানোয়ার হোসেন, মো. আব্দুস সালাম, মো. সোহেল খান, মোল্লা মো. বিপ্লব পন্ডিত।

এছাড়াও তফসিল ঘোষণা হলে নতুন কাউকে নৌকার মনোনয়ন চাইতে দেখা যেতে পারে ।

এব্যাপারে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ বলেন, আওয়ামী লীগ বৃহৎ একটি দল। তাই দলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাও বেশি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার পর জনসমর্থন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচার হবে তৃণমূলের ভোটে। ভোটারেরা যাকে মনোনীত করবেন তাঁকে নিয়ে সবাই মাঠে নামব।

Facebook Comments
১০১ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি