ইনাজমুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ পঞ্চম বারের মত গোয়ালন্দ উপজেলা পর্যায় থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন নাসরিন আক্তার ইতি। গোয়ালন্দ উপজেলা পর্যায থেকে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন ফরিদা আক্তার। গোয়ালন্দ উপজেলা পর্যায়ে থেকে ছোট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষক সুশীল কুমার রায়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক, প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে সর্বাধিক সব বিষয়ে কাজ করে চলেছেন তিনি। যার সকল চিন্তায় বিদ্যালয়ে আর প্রাথমিক শিক্ষা সফর প্রসারতা নিজ বিদ্যালয়ে তার প্রতিটি কর্ম অনুসরণীয় শুধু তাই নয় সারা বাংলাদেশে সেরা দের সেরার মধ্যে তিনি একজন। ক্লাস নিচ্ছেন টেলিভিশন ও অনলাইনে সকল কর্মকান্ডে তিনি গোয়ালন্দ উপজেলাকে বাংলাদেশের বুকে সমৃদ্ধ করে তুলেছেন করোনা কালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও অনলাইনে ক্লাসের এক মাত্র উদ্যোগী হয়ে গোয়ালন্দ উপজেলার মান অক্ষুন্ন রেখেছেন। নাসরিন আক্তার ইতি।