চাঁদপুর শহরের সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হিসেবে অভিযুক্ত খোকন মজুমদার ওরফে লেংটা খোকনকে ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানায় আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
( আজ)গতকাল ১৮ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান, এসআই নাসির উদ্দিন এবং এএসআই আবু হানিফসহ সঙ্গীয় ফোর্স আটক করে।
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, খুন, মাদক ও মারামারিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে শহরের লেকের পাড়স্থ সিএনজি স্ট্যান্ডের পাশর্^স্থ লেংটা বাড়ি নামে পরিচিত মজুমদার বাড়ির বাসিন্দা আবুল কাসেম মজুমদারের পুত্র, তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী খোকন প্রকাশ লেংটা খোকনকে আদালত পাড়া হতে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়। মামলাসমূহ হচ্ছে : জিআর-১৫৩/১২, জিআর-৩৬৪/১৪ ও জিআর-৪৮৭/১৮।
আসামী খোকন মজুমদার ওরফে লেংটা খোকনকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
Notifications