কমল তালুকদার পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে ৪টি ভোল মাছ কিংবা দাতিনা মাছ বিক্রি হল ১৬ লাখ টাকায়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পাইকারি বাজারের আর কে ফিসের মৎস্য আরতদার নজরুল ইসলাম প্রকাশ্যে নিলামে এই মাছ ৪টি বিক্রি করেন। মাছ চারটির ওজন হয়েছে ৮৭ কেজি। বিএফডিসি বাজারের চালানী মৎস্য পাইকার মোস্তফা আলম নগদ টাকায় মাছগুলো ক্রয় করেন বলে জানা যায়।মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তার এক দাদন নেয়া জেলে বেল্লাল হোসেন, সুন্দরবন সংলগ্ন সাগরে কোড়াল মাছ ধরার জন্য মঙ্গলবার রাতে জাল ফেলেন। ২ ঘন্টা পর জাল তুললে ওই জালে চারটি মাছ ধরা পরে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা ওই মাছ পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে আনলে আড়ৎদারের মাধ্যমে অকশন দিলে ১২ জন পাইকারি মাছ ক্রেতা অংশ নেয়। পরে সর্বোচ্চ ডাকে মোস্তফা আলম মাছ ক্রয় করেন। মাছ চারটি প্রতি মণ ৮ লাখ টাকা করে দাম পড়েছে।মোস্তফা আলম বলেন, ‘এই মাছ আমার বৈজ্ঞানিক নাম জানা নেই তবে জেলেদের ভাষায় অনেকে বলে দাতিনা আবার কেহ বলে ভোল মাছ বলে বাংলাদেশে বিক্রি হয়। মাছগুলো আমি ভারতের বাজারে বিক্রি করব। এই মাছে আমার লাখ টাকার মতো ব্যাবসা হতে পারে। মাছগুলো দেখতে কোরাল মাছের মতো। ’
৩ views