1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

জকিগঞ্জের হাড়িকান্দী’র বার্ষিক ইসলামী সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
আহসান হাবীব লায়েক, সিলেট জেলা প্রতিনিধি : মুজাহিদে মিল্লাত আল্লামা শায়খ আব্দুল গণী (রহ.) সহ অসংখ্য বুজুর্গানের স্মৃতি বিজড়িত জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দী’র ১০৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মার্চ) সকাল ১০ ঘটিকার সময় জামিয়া হাড়িকান্দীর নায়বে মুহতামীম হাফেজ মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানীর পরিচালনায় ও হাজারো মানুষের অংশ গ্রহণে এ সম্মেলন শুরু হয়। রোববার ফজরের নামাজের পর দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে এই ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়।
দিবা রাত্রব্যাপী এই মহাসম্মেলনের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন জকিগঞ্জের মুনশীবাজার মাদ্রাসার মুহতামীম ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী, দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামীম ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, সিলেটের ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাফিজ মজদুদ্দীন আহমদ, জকিগঞ্জের মুনশীবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামীম ও শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুছাব্বির আইয়রী, লামারগ্রাম মাদ্রাসার মুহতামীম আল্লামা আব্দুল গফফার রায়পুরী ও হাড়িকান্দী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা হাফিজ ফখরুল ইসলাম।
ইসলামী এ মহাসম্মেলনে অংশ নিতে সিলেটের বিভিন্ন অঞ্চলের মুসল্লিদের শনিবার সকাল থেকেই ঢল নামে জামিয়া প্রাঙ্গনে। সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, পীর-মাশায়েখ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত হয়ে উঠে হাড়িকান্দীর দৃষ্টিনন্দন সুবিশাল মাঠ।
উক্ত ইসলামী মহা সম্মেলনে ধারাবাহিকভাবে বয়ান পেশ করেন রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের সভাপতি হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জী, মৌলভীবাজার বরুণা মাদ্রাসার সদরে মুহতামীম ও শায়খুল হাদীস হযরত মাওলানা সাঈদুর রহমান পীর সাহেব বরুণা, সিলেট দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, সুনামগঞ্জের সৈয়দপুর মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুর রউফ, জকিগঞ্জ জামে মসজিদের খতিব ও লামারগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবুল হাসান, হাড়িকান্দী মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি মাহমুদ হুসাইন, দক্ষিণকাছ মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস হযরত মাওলানা শরীফ উদ্দিন বড়বন্দী, জামেয়া দারুল হুদা সিলেট এর মুহাদ্দিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম, হযরত মাওলানা বদরুল আলম চন্ডিপুরী, কানাইঘাট বড়দেশ মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, সোনাসার জালালীয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা রেজাউল করীম জালালী ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুর রব প্রমূখ।
মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম, জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী প্রমুখ।
ওপরদিকে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দীর চলমান বিরোধকে কেন্দ্র করে ওয়াজ মাহফিলকে নিয়ে এলাকায় উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল আহাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় তা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। সর্বশেষ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও ঝাঁকঝমকপূর্ণ ভাবেই মাহফিল সম্পন্ন হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে মাহফিলকে শান্তিপূর্ণ রাখতে এবং যাবতীয় বিশৃঙ্খলা এড়াতে জকিগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত ছিল।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি মোঃ আবুল কাসেম জানান, ১০৩ বছরের পূরাতন প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দী’র ওয়াজ মাহফিল ঘিরে নিরাপত্তার জন্য আমরা থানা পুলিশ মোতায়েন করেছিলাম। আমি নিজেও মাহফিলে কয়েক ঘন্টা ছিলাম। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের আরও সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মাহফিলে হাজারো মুসল্লি অংশ গ্রহণ করেন। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাহফিল শেষে সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন।
Facebook Comments
৮ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি