বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ফরিদপুরের সালথায় পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সালথা উপজেলা শাখার আয়োজনে ১৫ নভেম্বার থেকে এ কর্মদিবস শুরু হয়।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপার আবু সাইদ, অফিস সহকারী রফিকুল ইসলাম, সার্টিফিকেট সহকারী মোস্তফা সরোয়ার শাহীন, উপজেলা সহকারী কমিশনার অফিসের প্রধান সহকারী ফজলুর রহমান, অফিস রবিউল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী ৩০ নভেম্বারের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।