আঃ রহিম,কয়রা-পাইকগাছা প্রতিনিধি
আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর গনসংযোগ করেছেন। শুক্রবার সকাল থেকে পৌরসভার সরল, বান্দিকাটি ও গোপালপুর গ্রামের ভোটারদের বাড়ী বাড়ী ও চায়ের দোকানসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ সময় মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, তিনি টানা দুইবার মেয়র নির্বাচিত হয়ে পাইকগাছা পৌরসভাকে ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করেছি। শতভাগ স্যানিটেশন ও সবখানে বিদ্যুায়িত করেছি। বিগত বছরের দেওয়া ইস্তেহার শতভাগ বাস্তবায়িত করেছি। আপনাদের আশির্বাদ নিয়ে আগামীতে মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ে তুলব।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীরের সাথে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, আ’লীগ নেতা গাজী শহিদুল ইসলাম খোকন, সরদার আঃ রাজ্জাক, আক্তার হাসেন গোলদার ও আব্দুল মজিদ গোলদার (বয়াতি)।
৩ views