রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ী সদরে পৌর নির্বাচনে বিগত কয়েকদিন ধরে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা। শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। লক্ষ্য যেকোনো উপায়ে ভোটারদের ভোট নিজেদের বাক্সে আনা। চতুর্থ ধাপের নির্বাচনের সময়সূচি অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী প্রায় ১১.৬৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভা মোট ৯টি ওয়ার্ডে বিভক্ত। ৪ জন মেয়র পদে, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য (নারী) পদে ১২ জন নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন।
এছাড়া মেয়র পদে থাকা ৪জন প্রার্থী হলো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে এ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)। এখানে মোট ভোটার ৪৫ হাজার ২০ জন। নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৮ টি ভোটকেন্দ্রে বুথ প্রস্তুত করার কার্যক্রম চলছে।