1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

বাইডেনের সঙ্গে সাক্ষাতের ৪ দিন পর হোয়াইট হাউসের মুখপাত্র করোনা আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। সম্প্রতি তাঁর পরিবারের কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর জের ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে অংশ নেননি তিনি। খবর এএফপির।

বিবৃতিতে জেন সাকি বলেন, রোববার তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। গত বুধবার থেকে তিনি বাইডেন বা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে সরাসরি দেখা করেননি। সর্বশেষ দেখা করার পর চার দিন তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
বিজ্ঞাপন

সবশেষ গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি দেখা করেছিলেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। তবে সে সময় স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। তাঁর ভাষ্য, বাইডেনের সঙ্গে দেখা করার সময় তাঁরা ছয় ফুটেরও বেশি দূরত্বে বসে ছিলেন। এ ছাড়া মুখে মাস্ক ছিল।

করোনা সংক্রমিত হলেও, তাঁর শরীরে উপসর্গগুলো অতটা জটিল নয় বলে জানিয়েছেন জেন সাকি। এই মুহূর্তে তিনি বাসা থেকে কাজ করছেন। জেন সাকি বলেন, করোনার পরবর্তী পরীক্ষা করানোর আগে তিনি ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। সব ঠিকঠাক থাকলে এরপর হোয়াইট হাউসে ফিরবেন তিনি।

এদিকে গত সেপ্টেম্বরেই করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাইডেন। রোববার তিনি ইতালির রাজধানী রোমে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন। আগামীকাল সোমবার স্কটল্যান্ডের গ্লাসগো কপ-২৬ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

করোনা মহামারি শুরুর পর সবচেয়ে বড় ধাক্কা গেছে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে। দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে টিকার পূর্ণ ডোজ পেয়েছে ৫৮ শতাংশ মানুষ। এখনো অনেক মার্কিনিই করোনার টিকা নেওয়ার বিপক্ষে রয়েছেন।

Facebook Comments
১ view

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি