এস এম খলিলুর রহমান রাজু হবিগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরগিঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার। এই সরকারের আমলে সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ব্যায় করে নতুন বিল্ডিং ও সীমানা প্রাচীর নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হচ্ছে। কিন্তু সেই হিসেবে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না। আমাদের সময়ে বিদ্যালয়ের ঘরগুলো ছিলো কাচা কিন্তু শিক্ষার্থী ছিলো পাকা। আর বর্তমানে বিদ্যালয় ঘরগুলো পাকা হলে ও শিক্ষার্থীরা কাচা রয়েছে। শুধু পাকা বিল্ডিং র্মিাণ করলেই হবেনা। শিক্ষা ব্যবস্থায় উন্নতি করতে হলে শিক্ষকদের মন মানুষিকতার পরিবর্তন আনতে হবে। আমি মনে করি সর্বক্ষেত্রে সমন্বয় ও আন্তরিকতার সহিত পাঠদান করালেই শিক্ষব্যবস্থার উন্নয়ন করা সম্ভব। ১১ আগস্ট সোমবার দিনব্যাপী বানিয়াচং উপজেলা সদরের ৩টি সরকারি প্রাঃ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১০ঘটিকায় হেদায়েত উল্লাহ, ১১ঘটিকায় গরীব হোসেন ও বিকাল ৪ঘটিকায় বুরুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন। বিদ্যালয় ভবনগুলো উদ্বাধনকালে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খান, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল, ছাত্রলীগের বর্তমান সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, ব্যবসায়ী মধু মিয়া খান, ওয়াহিদুল মুরাদ খান, মনি খান, সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দ।