ভারতে আজ থেকে শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। শনিবার সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রায় ৩ হাজার কেন্দ্রে এক সঙ্গে ৩ লাখ স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। একেকটি সেশনে ১০০ জনকে টিকা দেয়া হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে। একই সঙ্গে ‘কো উইন’ অ্যাপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এই অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের সরবরাহ এবং বিতরণের বিষয়ে নজরদারি রাখা যাবে।
ভারতে এখন পর্যন্ত শনাক্ত প্রায় ১ কোটি সাড়ে ৫ লাখ। আর করোনা সংক্রমণে মৃত্যু দেড় লাখেরও বেশি।
Notifications