মো. রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল।
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে, শতভাগ পাশের হার অর্জন করেছে মাদারিয়া ইমান আলী বাইতুল কুরআন মাদ্রাসা।
মাদরাসা সূত্র জানায়, এ বছর প্রথম অত্র মাদরাসার বালিকা শাখা থেকে সাতজন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে, শিক্ষার্থীরা হলেন আয়েশা, কেয়া, সেতু, সুমাইয়া, মীম, সামিয়া, খাদিজা ।
সন্তানের সাফল্যে উচ্ছসিত অভিভাবক জান্নাতুল ফেরদৌসী বলেন, মেয়ের সফলতায় আমি অনেক খুশি, মাদরাসার হুজুরাও এর ভাগীদার।
অভিভাবক রাশিদুল ইসলাম রুস্তম বলেন, ছাত্রীদের শতভাগ সাফল্যে আমরা আনন্দিত।
প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলাম জানান, দাখিল ছাড়াও আমাদের মাদ্রাসা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) পরীক্ষায় তাইসির (পঞ্চম) নাহবেমীর (সপ্তম) জামাতে অংশগ্রহণ করে সারা বাংলাদেশে মেধা তালিকায় ষ্টারমার্ক সহ শতভাগ পাশের সফলতা অর্জন করেছে।
পরিচালক মুফতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, আমাদের ছাত্রীরা শতভাগ পাশের হার অর্জন করায় সকল শিক্ষার্থীসহ অভিভাবকরা আনন্দিত, আগামীতে আরো ভালো ফলাফলের প্রত্যাশা করি।