শিশুদের টিকা খাওয়ানোর মধ্য দিয়ে মানিকছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার,মানিকছড়ি অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রতন খীসা,মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ হতে ১৭ অক্টোবর পর্যন্ত মানিকছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। ফলে উপজেলার চার ইউনিয়নের মোট ৯৭ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৩ শত ২৭জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ১২ হাজার ৫শত ৮জনসহ মোট ১৩ হাজার ৮শত ৩৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
ডা. রতন খীসা বলেন, উপজেলায় কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন স্থান হতে এ কার্যক্রম চলবে। একজন শিশুও যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।ক্যাম্পেইন চলাকালীন মোট ৯৭ টি ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।