মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরো পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার রাতে ইয়াঙ্গুনের থারকেটা জেলায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা থারকেটা পুলিশ কেন্দ্রের সামনে জমায়েত হয়ে জান্তাবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবি জানান। সে সময় পুলিশ গুলি চালায়। এতে পাঁচ বিক্ষোভকারী নিহত হন। আহত হন অনেকে।
গত পয়লা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল মিন। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের দমন করতে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ গেছে ৭০ বিক্ষোভকারীর।
মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার চার দেশের নেতারা (কোয়াড নামে পরিচিত) প্রতিশ্রুতি দিয়েছেন এক সঙ্গে লড়াইয়ের।
১৯৮৮ সালে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ফোন মাও নামের একজন বিক্ষোভকারী নিহত হন। তার মৃত্যুবার্ষীকিতে এবং জান্তা সরকারের বিরুদ্ধে শনিবার বিক্ষোভকারীরা আরও বড় বিক্ষোভের ডাক দেন।
এর আগে, ১৯৮৮ সালে ও ২০০৭ সালে দেশটিতে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক মানুষ নিহত হন। হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।