২৪শে ফেব্রুয়ারী বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-সাভার ক্যান্টনমেন্ট লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ পিএসসি, মেজর মোহাম্মদ শাহিন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, RAB-৮ এর অধিনায়ক রফিকুল ইসলাম, পৌর মেয়র অমিতাভ বোস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলো জেলা প্রতিনিধি পান্না বালা, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, শিপ্রা গোস্বামী প্রমূখ।
সভায় জানানো হয় আগামী ৬ই মার্চ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সকাল ৮.৩০ টায় একটা ম্যারাথন রেলী অনুষ্ঠিত হবে। ম্যারাথন রেলীটি শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে শুরু হয়ে এবং তা শেষ হবে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে।
এই অনুষ্ঠানে পৌর মেয়র অমিতাভ বোস কে প্রধান পৃষ্ঠপোষক করা হয়।
এছাড়াও প্রতিযোগিতায় প্রথম ১০০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেয়া হবে বলে জানান।
এ মতবিনিময় সভায় ক্যাপ্টেন মোহাম্মদ রবিউল ইসলাম সজীব অনলাইন রেজিস্ট্রেশনের একটি ভিডিও চিত্র
http://dhakamarathone.com.bd/
User:[email protected].
Password: freeadmin@1 প্রদান করুন।
অথবা
User:[email protected].
Password: freeadmin@2 প্রদান করুন।
প্রদর্শন করেন। এ ওয়েব সাইট লিঙ্ক ওপেন করে রেজিষ্ট্রেশন করা যাবে।
উল্লেখ আছে যে, ফেসবুকে বা অনলাইনে রেজিষ্ট্রেশন না করতে পারলেও উপজেলা পরিষদের সামনে ভলান্টিয়ার থাকবে পর্যাপ্ত, সেখান থেকে নাম লিখে টোকেন সংগ্রহ করতে পারবে। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ ক্রীড়া সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে।