তুহিন রাজ,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীনদের ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উপলক্ষে প্রেস কনফারেন্স করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা হল রুমে কনফারেন্স অনুষ্ঠিত হয়। আগামী ২৩ শে জানুয়ারি কেন্দ্রীয়ভাবে গণভবন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর আওতায় ২শতাংশ জমি প্রদানপূর্বক সার্টিফিকেট গৃহের চাবি হস্তান্তর প্রদান করা হবে। বরাদ্দকৃত অবশিষ্ট ৩৪১ টি গৃহ ব্যক্তি-প্রতিষ্ঠানের কর্তৃক কার্যক্রম চলমান আছে। উপকারভোগীর নিকট হস্তান্তর করা হবে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসফাকুর রহমান। ও রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।