খুরশিদ আলম,লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর ভোলা মজুচৌধুরী হাট সড়কে বালু বোজাই ড্রামট্রাকের বেপরোয়া ড্রাইভিং সাত দিনে সড়কে ঝরে গেল তাজা চারটি প্রান,এ ছাড়াও অহত অবস্থায় আছে আরো কয়েকজন। সর্বশেষ ১৬ নং শাকচর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাসিন্দা বসু সর্দারের বড় ছেলে মোঃ আবুল কাশেমকে শনিবার সন্ধায় হাজিরহাট নামক স্থানে চাপা দেয় ড্রামট্রাক।
রবিবার সকালে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে মৃত্যু বরন করেন।এর আগেও একাদিক মৃত্যু হলেও থামেনি তাদের বেপরোয়া ড্রাইভিং।এ বিষয়ে খবর পাওয়া মাত্র লক্ষ্মীপুর সদর থানার ওসি জনাব সাইফুদ্দীন আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শক করেন।এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় তারা চায় ড্রাম ট্রাক বন্ধ করা হোক।
Notifications