বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে সনাতন ধর্মবলাম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের ৪র্থ দিনে নবমী পূজায় সালথায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, এছাড়া অন্যান্য নেতা-কর্মীসহ পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । রবিবার (২৫ অক্টোবর) সন্ধায় তিনি সালথা সার্বজনীন কেন্দ্রীয় দূগাপূজা মন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
এসময় এডিসি মোহাম্মদ সাইফুল কবির বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সকলে মিলে মিশে আনন্দ ঘন পরিবেশে এই উৎসব সুন্দর ভাবে পালন করব। আপনারা নিদ্ধায় নিদ্বিধায় আপনাদের উৎসব পালন করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি।
সোমবার মহা বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত এই ধর্মীয় উৎসব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে গঠিত হয়েছে ৩স্তরের নিরাপত্তা বলয়।