1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সেবা-সহযোগিতার অর্ধযুগে মিরসরাইয়ের ‘অদম্য যুব সংঘ’

জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মিরসরাই উপজেলায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী, সামাজিক ও যুব সংগঠনের মধ্যে অন্যতম একটি হচ্ছে ‘অদম্য যুব সংঘ’। উপজেলার কাটাছড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত এই সংগঠন স্থানীয় নাগরিকদের কল্যাণ, অসহায়-দুস্থ মানুষের সেবা ও সহযোগিতায় অর্ধযুগ পার করেছে। প্রতিষ্ঠার পর থেকে সৃষ্টিশীল আয়োজন, সৃজনশীল ও সামাজিক কর্মকান্ডে উপজেলাব্যাপী অনুকরণীয় সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে ‘অদম্য যুব সংঘ’।প্রতিষ্ঠার পর গত ছয় বছরে এই সংগঠন অন্তত আট থেকে দশ হাজার মানুষকে নানাভাবে সেবা প্রদান করছে। শুধু তাই নয়, এই সংগঠনের দেখাদেখি উপজেলাব্যাপী গড়ে উঠেছে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন।২০১৫ সালে বন্ধুদের মিলনমেলার মাধ্যমে অলিখিতভাবে যাত্রা হলেও ২০১৬ সালের জানুয়ারিতে সাংগঠনিক কাঠামো নিয়ে পুরোপুরি কাজ শুরু করে অদম্য যুব সংঘ। উপজেলার কাটাছড়ার মত অজপাড়া গাঁয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ও স্থানীয়দের বিনামূল্যে রক্তের গ্রুপ ও হেপাটাইটিস বি নির্ণয় দিয়ে সামাজিক কাজে অংশ নেয় এই সংগঠন। এরপর বজ্রপাত প্রতিরোধে ‘একটি করে তালগাছ কমাবে বজ্রপাত’ প্রতিপাদ্যে স্থানীয় বিভিন্ন সড়কে অন্তত সাড়ে তিন হাজার তালের আটিঁ রোপন করে দেশব্যাপী আলোচিত হয় এই সংগঠন। নিয়মিত কার্যক্রম হিসেবে সংগঠনটি পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় স্থানীয় বামনসুন্দর বাজারে ২০টি ডাস্টবিন বক্স স্থাপন করে দৃষ্টি কাড়ে সকলের।সমগ্র উপজেলাব্যাপী মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ও হেফজ মাদ্রাসা কেন্দ্রিক ‘অদম্য সেরা হাফেজ অন্বেষণ’ প্রতিযোগিতার মাধ্যমে মীরসরাইতে আলোড়ন সৃষ্টি করে অদম্য যুব সংঘ। উপজেলার প্রায় সবক’টি মাধ্যমিক বিদ্যালয় ও হেফজ শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই দুটো প্রতিযোগিতার মাধ্যমে সেরা চার আইডল সহ পুরস্কৃত হন অন্তত ৭০ জন শিক্ষার্থী। মীরসরাইয়ের নারী মুক্তিযোদ্ধা সহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননার মাধ্যমেও দৃষ্টান্ত স্থাপন করে এই সংগঠন।এ ছাড়া সংগঠনটি কৃষি উৎপাদনে উৎসাহিত করতে সদস্যদের কৃষি বীজ বিতরণ, প্রতিবছর দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, অসহায় মেধাবী শিক্ষার্থীদের এসএসসির ফরম নিবন্ধনে আর্থিক সহায়তা প্রদান, কন্যা দায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে খাবার সরবরাহ করা, চিকিৎসা অনুদান, গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বিভিন্ন শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
গ্রামীণ এই জনপদে সচেতনতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে অদম্য যুব সংঘের ভিত্তি তৈরি করে দিয়েছেন সংগঠনটির সভাপতি ও সংগঠক কামরুল হাসান জনি। সাংবাদিকতার পাশাপাশি নিজের অঞ্চলের তরুণদের সমাজের প্রতি দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি। অদম্য যুব সংঘের সভাপতি কামরুল হাসান জনি বলেন, ‘মাদক থেকে দূরে রাখা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা বর্তমানে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখা ও সঠিক পথে পরিচালনার রূপরেখা তৈরি করা আছে অদম্য যুব সংঘে। সেই কাঠামো ধরেই তরুণরা এগিয়ে যাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে সদস্যরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন। ইতিমধ্যে ছয় বছর পেরিয়ে অদম্যরা সাত বছরে পা রেখেছে। আগামীতেও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ও তরুণ-যুবকদের নিয়ে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে এই সংগঠন।’সংগঠনের সভাপতি আরও জানান, বর্তমান প্রজন্মকে সমাজসেবায় এগিয়ে দিতে ও  তরুণ মেধা বিকাশে উৎসাহিত করছে এই সংগঠন। তরুণ যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আয়োজন করা হচ্ছে নানাধরনের প্রশিক্ষণ।উল্লেখ্য, মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত এই সংগঠন ২০২০ সালে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে।
Facebook Comments
২৫ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি