1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

সোনাতলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মিনহাদুজ্জামান লীটন সম্পাদক অধ‍্যক্ষ আব্দুল মালেক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

 

নুরে আলম সিদ্দিকী সবুজ সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১১ টা ৩০ মিনিটে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল ও বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সাংগঠনিক পতাকা উত্তোলন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস‍্য সাহাদারা মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, এমপি পুত্র সাখওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড।
পরে দ্বিতীয় অধিবেশনে বিকাল ৩ তিনটায় পৌর অডিটরিয়াম হলরুমে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ১৮৭ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আছালত জামান সরকার পেয়েছেন ১৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির পেয়েছেন ১৫৭ ভোট, মোট ভোট প্রয়োগ হয়েছে ২২৪।
দ্বিতীয় অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়ান অপর সভাপতি প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন ।
নির্বাচন শেষে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএমকামাল হোসেন । নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম‍‍্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর রফিকুল আলম বকুল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্জালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু।

Facebook Comments
১৫ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি