আজ (২৮অক্টোবর)বেলা ১২ টায় রাজশাহী জিরোপয়েন্টে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয়ে, রাজশাহী মহানগর,জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দেবাশীষ প্রামাণিক দেবু,
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল,
রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর এএইচ এম জুয়েল খানের সভাপতিত্বে,
রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সম্রাট রায়হানের সন্ঞ্চালনায়
এসময় আরো উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুর রউফ, রাজশাহী জেলা ছাত্রমৈত্রীর আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুর রহমান প্রমুখ।
সভায় কমরেড দেবাশীষ প্রামাদিক দেবু বলেন, এদেশের ইতিহাস ছাত্র আন্দোলনের ইতিহাস অন্নায়,অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে এবং অধিকার বন্ঞ্চিতদের অধিকার আদায়ের সংগ্রামে ছাত্র সমাজই অগ্রভূমিকা রেখেছে।
আজকে দেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে তাই ছাত্র মেহনতি জনতার অধিকার আদায়ে ছাত্র সমাজকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সভার সাংগঠনিক পর্বে রাজশাহী মহানগর, জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সন্মেলনের সম্ভাব্য তারিখ আগামী (৫ ডিসেম্বর২০২০) নির্ধারণ করা হয়