মাইদুল ইসলাম, জেলা প্রতিনিধি গাইবান্ধা : গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গাইবান্ধার সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোডস্ত গানাসাস মার্কেট সংলগ্ন রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাগর আহমেদ, মিল্লাত হোসাইন, রবিউল ইসলাম, জাহিদ রায়হান, রায়হান রিফাত, জান্নাতুল মাওয়া, তিতুমীর প্রধান, গাইবান্ধা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এসময় মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন গাইবান্ধা সরকারি কলেজের সহকারি অধ্যাপক সিদ্দিকুর রহমান, দর্ষণ বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান (শাহিন), সহযোগী অধ্যাপক আনিসা আক্তার বেগম চৌধুরী, সাধারণ ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম প্রমুখ। বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল হামলাকারীদের শাস্তি ও বকাঠে মুক্ত ক্যাম্পাসসহ সার্বিক নিরাপত্তার দাবী জানান মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে।
উল্লেখ্য গত ১৩ এপ্রিল দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে কিছু বখাটে উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে তীব্র গতিতে যাওয়ার সময় উক্ত কলেজের অধ্যক্ষ তাদের নিষেধ করলে বকাঠেরা অধ্যক্ষের ওপর বর্বরোচিত হামলা করে। ঘটনার সময় একজনকে আটক করে পুলিশে সোর্পদ করে সাধারণ ছাত্রছাত্রী ও স্টাফরা। পরে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ বাদী হয়ে একটি সদর থানা মামলা দায়ের করেন।
১৯ views