বিনোদন ডেস্ক
ধর্ষণের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে নারীদের পোশাককে দুষলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল। আর এ কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘ধর্ষকদের শিক্ষা দিলেন অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এই তারকা। সেখানে নারীদের শালীন পোশাক ধর্ষণ কমাতে পারে বলে মন্তব্য করেন জলিল।
এর পরিপ্রেক্ষিতে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তাকে বয়কটের ঘোষণা দেন সামাজিক মাধ্যমে।
শাওন ফেসবুকে লেখেন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিওবার্তা দেওয়ার জন্য অনন্ত জলিলকে বয়কট করলাম।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]