অনিয়মের অভিযোগে ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইলের ভূঞাপুর, ঝালকাঠির নলছিটি ও সাতক্ষীরার কলারোয়ার বেসরকারি ফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
ইসি সূত্র জানিয়েছে, গত তিন ধাপে পৌরভোটে সংঘাত, সহিংসতা ও অনিয়মের ঘটনায় বিব্রত ইসি। মাদারীপুরে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক একজন প্রার্থীকে ঢাকায় উঠিয়ে আনা এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যানকে ভোটের আগে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনের শিথিলতার কারণে নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটছে।
সোমবার নির্বাচন কমিশনার কবিতা খানম গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, তৃতীয় ধাপে কয়েকটি পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলার সামান্য বিঘ্ন ঘটেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন বিঘ্ন ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ভঙ্গ হলো, কারা দায়ী- এ বিষয়গুলোর ওপর তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর যদি দেখা যায় অপরাধ ঘটেছে, তাহলে যে পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হবে। দরকার হলে ফৌজদারি বা নির্বাচনী আইনে মামলা করা হবে। ইসির পক্ষ থেকে একটা বার্তা দেওয়া প্রয়োজন বলেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যদিও সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক চাপে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষে সঠিক প্রতিবেদন না আসার সম্ভাবনাই বেশি। অনিয়মের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তাদেরও সংশ্নিষ্টতা রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]