রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
অনিয়ম-দুর্নীতির আঁতুড়ঘর কুশনা ইউনিয়ন পরিষদ
ঝিনাইদহ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে চেয়ারম্যানের দাবি, স্থানীয় রাজনীতি কোন্দলের কারণে স্বার্থানেষী মহল এসব অভিযোগ করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়,নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত অফিস পরিচালনা করছেন। কোনো ধরনের সভা বা রেজুলেশন ছাড়াই নিজে নামে বে-নামে প্রকল্প দেখিয়ে ভুয়া ভাউচারে সরকারি অর্থ আত্মসাৎ করছেন।রেজুলেশন ছাড়াই টিআর, কাবিখা, এডিপি ও নন-ওয়েজ প্রকল্পগুলো বাস্তবায়ন দেখিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিন মাটি কাটার একটি কর্মসূচি চলছে। সেই কাজও নয়ছয় করে বিল তুলে আত্মসাৎ করার চেষ্টা করছে। গত বছর রাস্তার ইট তুলে বিক্রি করে দেন তিনি।কুশনা ইউনিয়নে চলমান ইউজিপিপি কর্মসূচিতে ২নং ওয়ার্ডের মল্লিকা খাল এলাকায় প্রতিদিন ২৮ জন শ্রমিক,৪ নং ওয়ার্ডে প্রতিদিন ২৩ জন শ্রমিক,কামার কুণ্ডু, কারিগর পাড়া ও হরিণদিয়া এলাকায় প্রতিদিন ২৬ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও সরেজমিনে ৫/৬ জনের বেশি শ্রমিককে পাওয়া যায়নি।কোটচাঁদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেরুন নেছা জানান,আমাদের প্রকল্প গুলোতে যদি কোথাও কোন অনিয়ম পাওয়া যায় তাহলে আমরা ওই প্রকল্পের বিল থেকে টাকা কর্তন করে নিবো।এ ব্যাপারে চেয়ারম্যান মো: আব্দুল হান্নান বলেন, এখানে অনেকে গ্রুপিংয়ে পড়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তাঁরা বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.