মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। তবে অভিনেত্রী হিসেবে মিথিলার জনপ্রিয়তা শীর্ষে।
ঈদ উপলক্ষ্যে বেশ কয়েকটি নতুন নাটকে অভিনয় করেছেন মিথিলা। এরমধ্যে অন্যতম ‘বিয়িং ওম্যান’। সেখানে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। ক্লাসিক্যাল এই নাটকে এক কর্মজীবী নারীর ভূমিকায় দেখা যাবে তাকে। মধ্যবিত্ত পরিবারের হয়ে সংসার এবং পেশার চাহিদা পূরণ করার জন্য নিজের লক্ষ্যে তিনি অবিচল, সেই গল্পই উঠে আসবে নাটকে।
জানা গেছে, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। যেখানে মিথিলাকে মা-হিসেবেও দেখা যাবে। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। আজ (২৭ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচার হবে।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে মিথিলা অভিনীত প্রথম সিনেমা ‘অমানুষ’। এতে তার সহশিল্পী চিত্রনায়ক নিরব হোসেন। থ্রিলার গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]