মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে একই ছবি, অপ্রাপ্তবয়স্ক ছেলে দারা চালানো হচ্ছে ইজিবাইক। অপ্রাপ্তবয়স্ক ছেলেদের দারা ইসিবাইক গাড়ি চালানোর জন্য ঘটছে প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা। সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন এর প্রায় অর্ধশতাধিক ছেলের বয়স প্রায় তের থেকে পনের এর ভিতর তারা ইজিবাইক চালানোয় নিয়জিত। এলাকার কয়েকজন বয়স্কদের সাথে কথা বলে জানা গেলো এইসব উঠতি-বয়সের ছেলেরা অধিকাংশই নেশার সাথে জড়িত। মা-বাবাকে বুঝিয়ে কিস্তিতে ইজিবাইক গাড়ি কিনে দিতে বলে। গাড়ি কেনে দেয়ার পর যখন গাড়ি চালিয়ে নগদ টাকা হাতে আসে তখন দেখা যায় বাজে ছেলেদের সাথে মেসে সিগারেট খাওয়া শুরু একপর্যায়ে ইয়াবা সেবনে যুকে পরে।
এইসব অপ্রাপ্তবয়স্ক ছেলেরা দেখা যায় নেশায় ঝুঁকে পরাতে, বড়দের কথা তো শুনেই না কাউকে সন্মান ও করে না, এবং কি মা বাবার কথার ও আমলে নেই না। সরজমিনে ঘুরে দেখা গেলো বেশ কয়েকটি কিশোর গ্যাং আছে তাদের। বয়স ভেদে এইসব কিশোর গ্যাং এর পার্থক্য লক্ষ করা যায়।
এলাকার সাধারণত মানুষের দাবী স্থানীয় প্রশাসন যেনো এইসব অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ইসিবাইক চলানো বন্ধর বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]