মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি : রাজস্থলীতে হেডম্যান ও কারবারি সম্মেলন,,, জোন কমান্ডার আনোয়ার জাহিদ পি এস সি ।অবৈধ অস্ত্রধারীরা কখনো মানুষের কল্যাণ চায়না। তাদের বয়কট করতে হবে ।
পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের অবস্থানটা সুন্দর দেখতে চায় সেনাবাহিনী। প্রতিটি নাগরিকের সমান অধিকার বাস্তবায়নের জন্য এবং উন্নয়নের লক্ষে জন কল্যাণে যা যা করার দরকার সবই করছে বর্তমান সরকার। সাংবিধানিক এই প্রত্যাশা বাস্তবায়নে সকলকে মিলে মিশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন অবৈধ অস্ত্রধারীরা কখনো মানুষের কল্যাণ চায়না। তাদের বয়কট করতে হবে । আঞ্চলিক দল গুলো পার্বত্য চট্টগ্রামের মানুষ কে অন্ধকারে রাখতে চায়।
রবিবার (২০ শে মার্চ ) কাপ্তাই অটল ৫৬ ইস্ট বেঙ্গলের ব্যবস্থপনায় রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দূর্গম মিতিঙ্গাছড়ি পাড়া ও রাজস্থলী আমি ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত স্থানীয় হেডম্যান ও কারবারী সম্মেলন ২০২২ অনুষ্ঠানে কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার জাহিদ পি এস সি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি, রাজস্থলী আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, মেডিকেল অফিসার মেজবাউল আলম,এস আই ইয়াছিন, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, হেডম্যান প্রেমা তালুকদার, হেডম্যান বিরনাথ ত্রিপুরা, মংবাথোয়াই মারমা, ইউপি সদস্য অজয় ত্রিপুরা, কারবারি পূর্ন ত্রিপুরা ,সাধু মনি ত্রিপুরা, নিরঞ্জন ত্রিপুরা, জগদীশ ত্রিপুরা,মেছিং মারমা, সুরেশ চন্দ্র তংচঙ্গ্যা প্রমুখ। সম্মেলনে
স্থানীয় জনপ্রতিনিধি,হেডম্যান, মেম্বার, কারবারি , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]