স্টাফ রিপোর্টার-জসিম উদ্দিন বাচচু দৈনিক শিরোমণিঃ অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা প্রকল্পের ফাইনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ম্যানেজার তরুন কান্তি হোড়। এসময় উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি, খাদ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান, অ্যাড. নাসির উদ্দিন, শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, ইউপি সদস্যগণ, ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী, শিক্ষক, গ্রামডাক্তার, ধাত্রী ও উপকারভোগী মা সহ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।