স্টাফ রিপোর্টার-জসিম উদ্দিন বাচচুঃ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরের অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান।দুপুরে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল কর্মশালায় যোগ দেন এবং ১০টি উদ্যোগের বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক দেবাশীষ রাহা। উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও, রাজনৈতিক দল, বিশেষ চাহিদা সম্পন্ন ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ৫০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। ‘নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ,শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা, পল্লী সঞ্চয় ব্যাংক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ’ এই দশটি উদ্যোগের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]