জসিম উদ্দিন বাচচু অভয়নগর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। এ সময় নেপথ্যে বাঁজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওয়াপাড়া পৌরসভা, উপজেলা আ’লীগসহ অঙ্গসংগঠন, থানা বিএনপিসহ অঙ্গসংগঠন, উপজেলা সম্মনয় পরিষদ, উপজেলা কলেজ ও মাধ্যমিক শিক্ষক সমিতি, নওয়াপাড়া প্রেসক্লাব, দৈন্কি নওয়াপাড়া, রোটারী ক্লাব অব নওয়াপাড়া, নওয়াপাড়া ইনস্টিটিউড, উপজেলা উদীচিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]