আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলায় মাদরাসার দাখিল পরীক্ষায় এবার পাশের হার ৫৬.০৭% এবং এ প্লাস পেয়েছে মাত্র ২ জন।এপ্লাস পেয়েছে মহাকাল বিসিসি মহিলা দাখিল মাদরাসা থেকে ১ জন এবং আড়পাড়া সৈয়্যেদিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে ১ জন বলে জানা যায়। অভয়নগর উপজেলায় গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসা এবং সিংগাড়ী দাখিল মাদরাসা দুইটি দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪ শত ৬৯ জন। এর মধ্যে পাশ করেছে ২ শত ৬৩ জন এবং ফেল করেছে ২শত ৬ জন। তুলনামূলকভাবে গাজীপুর রউফিয়া কেন্দ্রে পাশের হার বেশি।একেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২ শত ৭৬ জন। পাশ করেছে ১শত ৯৬ জন।পাশের হার ৭১.০১%।অপরদিকে সিংগাড়ী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১শত ৯৩ জন। পাশ করেছে ৬৭ জন। পাশের হার ৩৪.৭১%। অভয়নগরে ২০ টি মাদরাসার ফলাফল নিম্নরুপ - মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদরাসায় ২০ জনের মধ্যে পাশ করেছে ৫ জন।তবে এ মাদরাসার ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সুত্র জানায়।গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসায় ৩৩ জনের মধ্যে পাশ করেছে ২০ জন,নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদরাসায় ৩০ জনের মধ্যে পাশ করেছে ২৭ জন,কোটা মাদ্রাসায় ২৪ জনের মধ্যে পাশ করেছে ১৪ জন,পায়রা ইসলামিয়া ফাজিল মাদরাসায় ২৭ জনের মধ্যে পাশ করেছে ২২ জন,বাহিরঘাট মেসেরিয়া দাখিল মাদরাসায়২৩ জনের মধ্যে পাশ করেছে ১৫ জন,আড়পাড়া সৈয়্যেদিয়া বালিকা দাখিল মাদরাসায় ২২ জনের মধ্যে পাশ করেছে ১৯ জন,চাঁপাতলা আলীম মাদ্রাসায় ৩০ জনের মধ্যে পাশ করেছে ২৭ জন,মাগুরা সিদ্দিকিয়া আলীম মাদ্রাসায় ১৯ জনের মধ্যে পাশ করেছে ১২ জন,ধলিরগাতি হাফিজিয়া মহিলা মাদ্রাসায় ২৭ জনের মধ্যে পাশ করেছে ২৩ জন,জিয়াডাংগা আহমদিয়া দখিল মাদরাসায়২১ জনের মধ্যে পাশ করেছে ১২ জন,মরিচা চাকই ভবানীপুর দাখিল মাদরাসায় ২৬ জনের মধ্যে পাশ করেছে ১৩ জন,বাশুয়াড়ী আলীম মাদ্রাসায় ২১ জনের মধ্যে পাশ করেছে ৩ জন,পাথালিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় ১৩ জনের মধ্যে পাশ করেছে ৫ জন,হিদিয়া সিনিয়র আলীম মাদ্রাসায় ২৩ জনের মধ্যে পাশ করেছে ১৪ জন,শংকরপাশা কাদেরিয়া দাখিল মাদ্রাসায় ২৪ জনের মধ্যে পাশ করেছে ৭ জন,মথুরাপুর দাখিল মাদ্রাসায় ২০ জনের মধ্যে পাশ করেছে ৬ জন,নাউলী গোপীনাথপুর মিলনী দাখিল মাদরাসায় ২০ জনের মধ্যে পাশ করেছে ৯ জন,সিঙ্গাড়ী দাখিল মাদরাসায় ২৬ জনের মধ্যে পাশ করেছে ৬ জন এবং সিদ্দিপাশা আহমদিয়া দাখিল মাদরাসায় ২০ জনের মধ্যে পাশ করেছে ৪ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]