স্টাফ রিপোর্টার-জসিম উদ্দিন বাচচু দৈনিক শিরোমণিঃ যশোরের অভয়নগরে মাহকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একশত ছাত্রী পেয়েছে একটি করে নতুন বাইসাইকেল। এখন থেকে সাইকেলে চড়ে স্কুলে যাবে তারা। গতকাল শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন মাহকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সাইকেল বিতরণ করা হয়।উক্ত বিদ্যালয়ের আয়োজনে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা অঞ্চলের কর কমিশনার মো. ফারুক আহম্মদ, খুলনা আপীল অঞ্চলের কর কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. শামসুল ইসলাম, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন।জানা গেছে, প্রাণ আরএফএল কোম্পানীর অর্থায়নে এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সহযোগিতায় অভয়নগরের মাহকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে একশত বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]