স্টাফ রিপোর্টার-জসিম উদ্দিন বাচচু দৈনিক শিরোমণিঃ অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানীর স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ। কৃষি অফিস সূত্র জানান, ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উপজেলার ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৯ লাখ ৩৭ হাজার ৪৯০ টাকার সার ও বীজ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ডিএপি ২০ কেজি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।