সুশাসন ও সংস্কারের অভাবে ব্যাংক সেক্টর ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে। ব্যাংক খাত থেকে যেই পরিমাণ অর্থ পাচার হয়েছে ব্রিটিশরাও এত টাকা লুট করেনি। একটি গোষ্ঠী ধীরে ধীরে ব্যাংক গিলে খাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এদিকে খেয়াল না করে ব্যবসায়ীদের সঙ্গে ডিনারে যুক্ত হচ্ছে। সংকটের এ মুহূর্তে অর্থমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও সুশীল সমাজের নাগরিকরা।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘সংকটে অর্থনীতি : কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থান করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, ব্যাংক খাতের দুর্বলতা কোভিড কিংবা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নয়। এই খাত দীর্ঘদিন ধরে দুর্বলতার মুখোমুখি। খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, মূলত দুর্বল সুশাসন ও সংস্কারের অভাবে এই খাত ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।
৭ views