আফগানিস্তানে নতুন সরকার গঠন করা না হলেও তালেবান বাহিনী অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য জানায়।
খবরে বলা হয়, গুল আগাকে অর্থমন্ত্রী এবং সদর ইব্রাহিমকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। নাজিবুল্লাহকে দেশটির গোয়েন্দা প্রধান করা হয়। এ ছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র হলেন হামদুল্লাহ নোমানি।
১৫ আগস্ট প্রায় বিনা বাধায় আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরই মধ্যে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করেছে তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]