টোকিও অলিম্পি ২০২০ এ পদক গ্রহণের পর ৩০ সেকেন্ডের জন্য মাস্ক খোলার অনুমতি পেলেন অ্যাথলিটরা।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এতদিন পদক নিয়ে তোলা ছবিতেও অ্যাথলিটদের মুখ দেখানোর অনুমতি ছিল না। এতে জীবনের সেরা স্মৃতি মিস হয়ে যাচ্ছে বলে আলোচনা উঠায় এ সিদ্ধান্ত নিয়েছে আইওসি।
কোভিড-১৯ মহামারির মাঝেই নানা চড়াই উৎরাই পেরিয়ে চলছে এবারের অলিম্পিক আসর। অ্যাথলিট ভিলেজে এরইমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। বায়োবাবলে থাকা স্বত্বেও অ্যাথলিট-কর্মকর্তা কেউই বাদ পড়ছেন না করোনার থাবা থেকে।
আর এসব থেকে বাঁচতেই প্রায় শূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইভেন্টগুলো। মাঠ এবং গ্যালারিতে কর্মকর্তা, অ্যাথলিট এবং সংবাদকর্মীদের মাস্ক পড়া ছিল বাধ্যতামূলক।
তবে অ্যাথলিটদের অনুরোধে এবার কিছুটা নমনীয় হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পদক জয়ের পর তোলা ছবিতে মাস্ক মুখ থেকে সরানোর অনুমতি দিল তারা। মূলত ছবি তোলার ৩০ সেকেন্ড সময় অ্যাথলিটরা মাস্ক ছাড়া থাকতে পারবেন বলে জানিয়েছে আইওসি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]