তালেবান এবং সরকারি সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে ক্রমশই অশান্ত হচ্ছে আফগানিস্তান। এ পরিস্থিতিতে সে দেশে যাওয়া ভারতীয় পর্যটক এবং কর্মরত নাগরিকদের সতর্ক করল কাবুলের ভারতীয় দূতাবাস। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল স্থানীয় সময় শনিবার জারি করা ওই সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি বিপজ্জনক। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সাধারণ মানুষকে নিশানা করছে। ভারতীয়দেরও হামলার শিকার হওয়ার শঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বিনা প্রয়োজনে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের। সে দেশে কর্মরত ভারতীয়দের রাস্তাঘাটে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক থাকতেও বলা হয়েছে।
এজন্য জনাকীর্ণ বাজার, শপিংমল, মন্দির এবং রেস্তোরাঁয় না যাওয়ার কথাও বলা হয়েছে। আফগানিস্তানে তালেবান আধিপত্য বাড়ার কারণে সম্প্রতি মাজার-ই-শরিফ এবং কন্দহর শহরের ভারতীয় কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে।
সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং নিরাপত্তাকর্মীদের ভারতে ফেরানোর কাজ চলছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]