যা ইচ্ছা তা প্রকাশ করা যাবে না ফেসবুকে। গত বছর ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছিলেন, কোন বক্তব্য ক্ষতিকর, কোন কনটেন্ট রাজনৈতিক বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হচ্ছে, কিভাবে অত্যাধুনিক সাইবার হামলা রোধ করা যায় সেসব নিয়ে প্রতিদিনই তাঁদের সিদ্ধান্ত নিতে হয়।
ফেসবুক ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু কঠোর নীতিমালা প্রণয়নের কথা বললেও ফেসবুকের বিরুদ্ধেই নীতিমালা ভঙ্গের অভিযোগ রয়েছে। বিদ্বেষমূলক কমেন্ট, ভুয়া তথ্য ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে ফেসবুক জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে সম্প্রতি মার্কিন সিনেট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় জাকারবার্গকে।
তাই এবার বর্ণবাদী, অশালীন ও উসকানিমূলক কনটেন্টের ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়াটি। এক নোটিফিকেশনে তারা জানায়, আগামী ১ অক্টোবর থেকে ৩.২ ধারায় এ পরিবর্তন কার্যকর হবে।
সূত্র : সোশ্যাল মিডিয়া টুডে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]