রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
অসহায় মানুষের পাশে ক্ষুধার্তের আত্মচিৎকার গ্রুপ
মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মানুষ মানুষের জন্য’- এই উক্তিটি যেনো আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে উঠেছে করোনার এই অন্ধকার সময়ে। দেশের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এই মহামারির সংকটকালে। অনেকেই খাদ্যের অভাবে অসহায় জীবনযাপন করছেন। তবে মানবতার এই করুণ পরিস্থিতিতে বসে নেই মানবিক মানুষেরাও। অনেকেই যে যার মত করে সাহায্য করে যাচ্ছেন অসহায় মানুষদের। সেই ধারাবাহিকতায় এসব অবহেলিত মানুষে পাশে দাঁড়িয়েছেন বোয়ালমারীর একটি পরিচিত মুখ ক্ষুধার্তের আত্মচিৎকার এর এ্যডমীন মোহাম্মদ শামীম প্রধান। সমাজের গরিব, অসহায়, বিপদগ্রস্ত, পঙ্গু, প্রতিবন্ধী থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষদের সাধ্যমতো সাহায্য-সহযোগিতা ও সেবা করাই যেন এই ভার্চুয়াল গ্রুপের এর কাজ। গ্রুপ এ্যাডমীন মোহাম্মদ শামীম প্রধান ও মডারেটর ম্যারীড সাদী আজ বিকালে ছুটে যান বর্নিচর সেই মানসিক প্রতিবন্ধী রবিউল ইসলামের বাড়ি তার সার্বিক খোজ খবর নেন। রবিউল এর পরিবারের সাথে কথা বলে জানা যায় তার চিকিৎসা খরচ এখন ব্যায় বহুল যেটা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। সব কিছু শুনে রবিউল ইসলামের চিকিৎসার দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মানবতার ফেরিওয়ালা ক্ষুধার্তের আত্মচিৎকার গ্রুপের এ্যডমীন মোহাম্মদ শামীম প্রধান। কাছের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহায়তায় দুস্থদের মাঝে মানব সেবা দিয়ে যাচ্ছে এই গ্রুপটি। এ বিষয়ে শামীম প্রধান বলেন, অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে আমাদের ভাল লাগে,আমরা এইভাবেই সবার সহযোগিতা নিয়ে অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.