তালিকাভুক্তির দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষা বাতিল করে মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করছে বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদ।
সোমবার (১২ অক্টোবর) থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশনে বসেছে তারা।
অনশনে প্রায় শতাধিক প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী আছেন। মঙ্গলবার অনশন দ্বিতীয় দিনে অনশনকারীরা বলেন, গত চার বছর ধরে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা না হওয়ায় আমরা চরম হতাশাগ্রস্ত।
‘একই সঙ্গে মানবেতর জীবন-যাপন করছি। প্রিলিমিনারি উত্তীর্ণদের মধ্যে ইতোমধ্যে ৩০-৩৫ জন মারাও গেছেন। এছাড়াও বর্তমানে প্রায় পাঁচশতাধিক শিক্ষানবিশ আইনজীবী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ’
আন্দোলনকারীরা আরো বলেন, করোনা মহামারির এই সংকটে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা যারা ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাদের পরিস্থিতি বিবেচনা করে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সবিনয় আবেদন করছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]