ফ্রাঞ্জাইসিভিত্তিক ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন দুই দল চূড়ান্ত হয়েছে। আহমেদাবাদের পাশাপাশি এবার দল গড়ার অনুমতি পেয়েছে লক্ষ্ণৌ।
লক্ষ্ণৌভিত্তিক ক্লাবের মালিকানা পেয়েছে আরপিএসজি গ্রুপ ও আহমেদাবাদভিত্তিক ক্লাবের মালিকানা পেয়েছে সিভিসি গ্রুপ। দশটি বিডের মধ্যে লক্ষ্ণৌভিত্তিক ক্লাবের মালিকানা নিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা। নতুন দল কেনার জন্য সোমবার সব থেকে বেশি দাম দিয়েছে তার সংস্থা। নিলামে প্রায় ৭ হাজার ৯০ কোটি দাম দিয়েছে আরপিএসজি। অপর দলটি কিনতে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটাল বিড করেছিল ৫ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ দুই সংস্থার পক্ষ থেকে ১২ হাজার ৬৯০ কোটি টাকা ঢুকতে চলেছে বোর্ডের ঘরে।
সঞ্জীব গোয়েঙ্কা এর আগে পুনে রাইজিং সুপারজায়ান্ট নামে দল গড়েছিলেন। আইপিএলে ২০১৬ ও ২০১৭ মৌসুমে খেলেছিল তার এ দল। এবার আরেকটি দলের দায়িত্ব দেখা যাবে সঞ্জীবকে। বিড জেতার পর তিনি ক্রিকবাজকে বলেন, বিড জেতার ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনামাফিক কাজ করতে হয়েছে। এ কৃতিত্ব আমি স্টাফদের দিতে চাই।
দশটি পক্ষ এবারের এ নিলামে দল নিতে আগ্রহী ছিল। দুবাইয়ের তাজে অনুষ্ঠিত নিলামে শেষ পর্যন্ত আরপিএসজি গ্রুপ ও সিভিসি গ্রুপ বাজিমাত করে।
নতুন দুটি দল নিতে প্রতিযোগিতায় প্রত্যেক দলের জন্য গড়ে ৩ হাজার কোটি টাকার ভিত্তিমূল্য অথবা ২ হাজার ৫০০ কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তির হিসেব জমা দিতে হয়েছে। সেখান থেকে দুটি গ্রুপকে দল গঠনের অনুমতি দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। এতে ব্যর্থ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড, আদানিসহ আরও চারটি গ্রুপ। আগামী মৌসুমেই আট দলের পরিবর্তে দশ দল নিয়ে অনুষ্ঠিত হবে সবচেয়ে জনপ্রিয় এই লিগ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]