আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসে চীন বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তিব্বতের বিভিন্ন সংগঠনের সদস্যরা।
রোববার লাসা বিদ্রোহের ৩১তম দিবস উপলক্ষে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন ফ্রান্সের সিনেটর আন্দ্রে গেট্টোলিন। ৩১ বছর আগে ১৯৮৯ সালে দখলকারী চীনের বিরুদ্ধে আন্দোলনে নামেন তিব্বতি বিদ্রোহীরা, সেই বিদ্রোহের স্মরণেই এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়।
কর্মসূচিতে তিব্বত ও জিনজিয়াং, ইনার মঙ্গোলিয়া ও হংকংয়ে শান্তি প্রতিষ্ঠা এবং চীনের নিপীড়ন থেকে মুক্তি লাভের আহ্বান জানিয়ে প্রায় ২৫০ তিব্বতি এবং কিছু মঙ্গোলীয় সংস্থা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চীনা কমিউনিস্ট পার্টি কর্তৃক তিব্বত ও মঙ্গোলীয়দের গণহত্যা বন্ধের আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]