রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির অনুমোদন
মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখা গঠন করা হয়েছে, জেলা লিডার নির্বাচিত হয়েছেন মো.ইব্রাহিম। নবনির্বাচিত কমিটি সূত্রে জানা যায়, রবিবার অনলাইন মিটিং এর মাধ্যমে ১২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করে বিভাগীয় কমিটি।
অন্যান্যরা সদস্যরা হলেন, মোঃ কামরুল ইসলাম ( কো- লিডার), সরোয়ার আলাম ( এডমিন ম্যানেজার), সোহান সিকদার ( ইউনিভার্সিটি টিম ম্যানেজার), মোঃ সাকিবুল ইসলাম (কলেজ টিম ম্যানেজার), জাহিদ হাসান ( স্কুল টিম ম্যানেজার), রাকিব হাসান ( পলিটেকনিক টিম ম্যানেজার), জুয়েল রানা ( পিআর ম্যানেজার), শেখ ইমরান (প্রমোশনাল ম্যানেজার), মোঃ সাগর (কমিউনিকেশন ম্যানেজার), ফামিহ মুনতাসির শুভ ( লজিস্টিক ম্যানেজার), তাসনিম আতিয়া (ইভেন্ট ম্যানেজার)।
নবগঠিত কমিটির জেলা লিডার মোঃ ইব্রাহিম জানান- টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। টাঙ্গাইল বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এর জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার। টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে ২য় সর্ববৃহৎ জেলা। এই জেলার স্বাক্ষরতার হার ৭১.২১%।
তথ্য ও প্রযুক্তিখাতকে এগিয়ে নিতেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের টাঙ্গাইল জেলা টিম গঠিত হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.